ঢাকা, ১২ ডিসেম্বর ২০১৬। মহান বিজয় দিবস ২০১৬ উদ্ যাপন উপলক্ষে জাতীয় জাদুঘর সকাল ১০:৩০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে মুক্তিযুদ্ধের গল্পবলা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলেন অবসরপ্রাপ্ত কমডোর এ.ডব্লিউ. চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম, অবসরপ্রাপ্ত কর্নেল তৌফিকুর রহমান এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত লে: কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। মুক্তিযুদ্ধের গল্পবলা অনুষ্ঠানে স্বাগত ভাষণে জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ৭১ এর প্রতিটি মুক্তিযুদ্ধাদের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষমান ছিল আর ছিল স্বপ্ন জয়ের অদম্য আকাঙ্ক্ষা।
কমডোর এ ডব্লিউ চৌধুরী বলেন মুক্তিযুদ্ধ বলার বা শোনার বিষয় নয়। মুক্তিযুদ্ধ অনুভবের বিষয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ভাষণ, সালাম সালাম হাজার সালাম এই গানগুলো কিভাবে তাঁকে ও বাঙালীদের অনুপ্রাণিত করে যুদ্ধ যোগদানে, সেই কাহিনী তুলে ধরেন। ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আকাশপথের লোমহর্ষক চিত্র তুলে ধরে বলেন, সবই সম্ভব হয়েছে দেশের জন্য বাঙালী জাতির ভালবাসার কারণে। কর্ণেল তৌফিকুর রহমান স্মৃতিচারণে মেলাঘরের প্রশিক্ষণের কথা, গেরিলা যুদ্ধের কথা এবং তার সহযোদ্ধাদের অদম্য বীরত্বের কথা উঠে আসে। অনুষ্ঠানের সভাপতি লে: কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বীর বলেন, যাদের জন্য আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি সেইসব বীরমুক্তিযোদ্ধাদের গল্পবলা’র অনুষ্ঠান আরো বেশি করে আয়োজন করা প্রয়োজন। ৭১ এর বীরগাঁথা বাঙালী জাতিকে মাথা উচু করে দাঁড়াতে শেখায়। তার বক্তব্যে ফুটে উঠে গণহত্যার ব্যাথা, নির্মমতা। জাদুঘরে সচিব জনাব শওকত নবী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।