ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০১৭। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের ৬৭তম জন্মদিন উপলক্ষে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি.। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মোহাম্মদ সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কামাল লোহানী। বিশেষ অতিথির ভাষণে জনাব রাশেদ খান মেনন এমপি. বলেন, অজপাড়া গাঁ থেকে উঠে এসে নিরন্তন সাধনা এবং নিজ প্রতিভার মাধ্যমে কিভাবে একজন মানুষ গণমানুষের শিল্পী হয়ে উঠতে পারে ফকির আলমগীর তার প্রকৃষ্ট উদাহরণ। তাঁর শিল্পসাধনা গণমানুষের জন্য, একারনেই তিনি গণমানুষের মাঝে বেঁচে থাকবেন যুগের পর যুগ। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক অংগণের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানান। শেষে শিল্পী তার জনপ্রিয় সংগীত পরিবেশন করেন।