জাদুঘরে একাত্তরের গণহত্যা শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন।

ঢাকা, ২৭ মার্চ ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে একাত্তরের গণহত্যা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনা করেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতার কন্যা অধ্যাপক মেঘনাগুহ ঠাকুরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের তত্ত্বাবধায়ক মধুদার পুত্র শ্রী অরুণ কুমার দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাষ্টিজের সভাপতি বরেণ্য শিল্পী হাশেম খান।

শ্রী অরুণ কুমার দে’ ৭১ এর ২৫ মার্চ রাতে জগন্নাথ হলের হত্যাযজ্ঞ এবং তার বাবা মধুদা, বড়দা ও বৌদিকে তার সামনে নির্মমভাবে হত্যা করে সেই দৃশ্য বর্ণনা করেন। মেঘনাগুহ ঠাকুরতা’ ৭১ এর ২৫ মার্চ তার পিতা শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতাকে হত্যার স্মৃতি বর্ণনা করেন এবং পরিবারের প্রধান সদস্যের মৃত্যুতে একটি পরিবার কিভাবে একলা হয়ে যায় তা তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঐ রাতে মৃত্যুপুরীতে পরিণত হয়। অধ্যাপক মুনতাসির মামুন’ ৭১ এর গণহত্যার স্বীকৃতি পাওয়ার বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন বলে মনে করে বলেন, পাকিস্তান সরকার সবসময় চাইবে বিষয়টি বাঙ্গালি জাতি ভুলে যাক। আমরা যদি ভুলে যাই তাহলে ত্রিশ লক্ষ শহীদ দুইলক্ষ নির্যাতিত নারীর প্রতি অসম্মান জানানো হবে। পাশাপাশি আমাদের স্বাধীনতাকেও অসম্মান করা হবে।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd