ঢাকা, ১৫ এপ্রিল ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ বার্ডক্লাবের যৌথ উদ্যোগে ‘পাখির দেশ বাংলাদেশ ২০১৭’ শীর্ষক একটি প্রদর্শনী উদ্বোধন এবং ‘পাখি সংরক্ষণে বাংলাদেশ, ভারত ও নেপাল’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় উপদেষ্টা ড. তৌফিক-এ-ইলাহী চৌধুরী বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারপার্সন, প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চেৌধূরী এবং সভাপতিত্ব করেন জাদুঘরের বোর্ড অব ট্রস্টিজ এর সভাপতি শিল্পী হাশেম খান। ‘পাখির দেশ বাংলাদেশ ২০১৭’ শিরোনামের প্রদর্শনীটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে ১৫ থেকে ২৯ এপ্রিল ২০১৭ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সভায় বক্তাগণ বাংলাদেশে পাখির আবাসস্থল ধ্বংস, খাবারের অভাব, যত্রতত্র কীটনাশক ব্যবহার, প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যহীন হওয়ায় অনেক পাখিই বিলুপ্ত হওয়ার বিষয়ে জনগণকে পাখির জীবন যাত্রা সম্পর্কে ধারণা প্রদান, পাখি সংরক্ষণ ও প্রকৃতিতে পাখির গুরুত্ব বিষয়ে আগ্রহী করতে সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ জানান। বাংলাদেশে আনুমানিক ৭০০ প্রজাতির পাখি রয়েছে। এরমধ্যে চারশত পঞ্চাশটি আবাসিক পাখি আর বাকিরা অতিথি পাখি। এসকল পাখি জীববৈচিত্র্যের সৌন্দর্য্য ভাণ্ডারের অংশীদার। প্রদর্শনীতে বাংলাদেশ বার্ড ক্লাব কর্তৃক আগে প্রদর্শিত হয়নি এমন ১০০ প্রজাতির পাখির আলোকচিত্র এবং প্রাকৃতিক ইতিহাস বিভাগ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্যাক্সিডার্মিকৃত পাখির সমন্বয়ে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়। বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. আসাদ রহমানী (ভারত), ড. হেম সাগর বড়াল (নেপাল), ড. পল থমসন (যুক্তরাজ্য) এবং জনাব ইনাম আল হক নিজ নিজ দেশের পাখির হালনাগাদ অবস্থান তুলে ধরেন এবং পাখি সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনার সুপারিশ করেন। ‘পাখির দেশ বাংলাদেশ ২০১৭’ শীর্ষক প্রদর্শনী দর্শকদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য সুরক্ষায় সমৃদ্ধ জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহবানের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।