ঢাকা, ১৯ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিকাল ৪টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় আচার্য দীনেশ চন্দ্র সেন স্মারক বক্তৃতা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য শ্রী সমর চন্দ্র পাল, মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক সলিমুল্লাহ খান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির মহাসচিব অধ্যাপক দেবকন্যা সেন ও দীনেশ চন্দ্র সেন একাডেমির সভাপতি অধ্যাপক চিন্ময় হালদার।