ঢাকা, ২০ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকাল ১১টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় ‘জাদুঘরের উন্নয়নে কর্পোরেট সেক্টরের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবুল খায়ের। প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জালাল আহমেদ। আলোচনা করেন জনাব নাঈমুল ইসলাম খান, মিস রূপালী চৌধুরী এবং জনাব ফারুক মঈনুদ্দীন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব জনাব আকতারী মমতাজ। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।