ঢাকা, ২০ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৪টায় আয়োজন করা হয় বিজ্ঞানী সত্যেন বোস স্মারক বক্তৃতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. সুলতানা শফি। বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোস সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শামীমা চৌধুরী। আলোচনা করেন অধ্যাপক ড. অজয় রায়, অধ্যাপক সফিকুল ইসলাম ও জনাব আসিফুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান।