ঢাকা, ২২ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিকেল ৪টায় শওকত ওসমান: জীবন ও দর্শন শীর্ষক এক সেমিনারে আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইয়াফেস ওসমান। মূল আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল আজাদ। আলোচনা করেন অধ্যাপক ড. বুলবন ওসমান ও অধ্যাপক ড. আফসার উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সাবেক সভাপতি জনাব এম. আজিজুর রহমান। বক্তাগণ কথাশিল্পী শওকত ওসমানের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরে বলেন, শওকত ওসমান তার সাহিত্য কর্মের মাঝে বাঙালি জাতির জীবনে অমর হয়ে থাকবেন।