ঢাকা, ১৪ জুলাই ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ওবায়দুল কাদের, সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, প্রফেসর মাহফুজা খানম এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক মিসেস তাসমিমা হোসেন। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী। স্বাগত ভাষণে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর বস্তুগত এবং নির্বস্তুক উভয় ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে থাকে। নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণের অংশ হিসেবে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে আজকের এই সংগীতানুষ্ঠান।
প্রধান অতিথির ভাষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. ইব্রাহীম হোসেন খান বলেন, সন্ত্রাস, ধর্মীয় জঙ্গীবাদ এবং মাদকাশক্তি থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য এধরনের সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক চর্চাই কেবল পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। প্র্রধান অতিথির বক্তব্যের পর শিল্পী মাহনাজ করিম হোসেন সংগীত পরিবেশনা দিয়ে সকলকে মায়াবী ইন্দ্রজালে আবিষ্ট করে রাখেন দীর্ঘক্ষণ।