ঢাকা ২২ জুলাই ২০১৭। সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে Reading Copper Plate Inscriptions of Bengal: Forms, Formats and Contents শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের Institute of Advanced Studies on Asia এর সহযোগী অধ্যাপক Dr. Ryosuke Furui. সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবদুল মোমিন চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আকসাদুল আলম। স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।
প্রবন্ধকার তাঁর প্রবন্ধে দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলা অঞ্চলের তাম্রলিপির বিবর্তনের ধারা, লিপিশৈলীর তথ্য ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। অধ্যাপক ড. আকসাদুল আলম প্রবন্ধের ওপর আলোচনায় বলেন, প্রবন্ধকার তাঁর মেধা এবং একাগ্রতা দিয়ে ভিনদেশী হওয়া সত্ত্বেও যেভাবে বাংলা অঞ্চলের তাম্রলিপির পাঠোদ্ধার এবং লিপির বিবর্তন ও লিপি শৈলির তথ্য তুলে ধরেছেন বাংলার ইতিহাস বিনির্মাণে সেটি বিশেষ ভূমিকা রাখবে।
সভাপতি আব্দুল মমিন চৌধুরী বলেন, প্রাচীন লিপি বিশেষ করে সংস্কৃত, ব্রাহ্মিলিপি চর্চার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ নাই। এজন্য Dr. Furui এর মত গবেষক এ অঞ্চলে তৈরি হচ্ছেনা। তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে এগিয়ে আসার জন্য আহবান জানান। এরপর বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক এবং নর্দান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সোহেল চৌধুরী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।