ঢাকা, ২৮ জুলাই ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গান এবং কবিতার যুগলবন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার জনাব নূরে নাসরীন। এরপর শিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায়ের গান এবং রামেন্দু মজুমদারের কবিতা আবৃত্তি সকলকে মায়াবী ইন্দ্রজালে আবিষ্ট করে রাখে দীর্ঘক্ষণ।