ঢাকা, ১ আগস্ট ২০১৭ তারিখ, বিকাল ৪-০০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গ্যালারি কসমস যৌথভাবে প্রতিভাধর চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপা'র চিত্রকর্মের উপর "MAKSUDA IQBAL NIPA - EPISODES OF HER GAZE"-এর প্রকাশনা উৎসব এবং এ উপলক্ষে শিল্পীর একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালাতে ১ আগস্ট থেকে ১০ আগস্ট ২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ৯-৩০টা থেকে ৫-৩০ টা পর্যন্ত ও শুক্রবার দুপুর ২-৩০টা থেকে সন্ধ্যা ৭-৩০টা পর্যন্ত খোলা থাকবে।