ঢাকা, ৭ আগস্ট ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী কামাল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার জনাব নূরে নাসরীন। এরপর শিল্পী তার একক সংগীত পরিবেশনের মাধ্যমে সকলকে মায়াবী ইন্দ্রজালে আবিষ্ট করে রাখেন।