ঢাকা, ৭ আগস্ট ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিকাল ৪টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠার ১০৪ বছর: প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তৃতা প্রদান করেন জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান।
অনুষ্ঠানে স্বাগত ভাষণে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, সময়োপযোগী পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তির সম্মিলন ঘটায় জাদুঘর জনগণের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম.পি বলেন অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য সংস্কৃতির অগ্রযাত্রাকে বেগবান করতে হবে। এজন্য জাদুঘরের উন্নয়নে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের বক্তা জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠার ১০৪ বছর: প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত তুলে ধরে বলেন, ঢাকা জাদুঘর থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে রূপান্তরের নানা চড়াই উতরাই পার করে পরিণত হয়েছে এই জাদুঘর। জাদুঘরের জন্য প্রয়োজন নতুন ভবন তবেই ইতিহাস ঐতিহ্যের সকল নিদর্শন প্রদর্শন করা সম্ভব হবে। ইতিহাস ও ঐতিহ্য এবং সমকালীন শিল্পকলার নিদর্শন সংগ্রহে জাদুঘরের সকল পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানের সভাপতি শিল্পী হাশেম খান বলেন- কর্মকর্তা ও কর্মচারিদের দেশে এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। যাতে তারা সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।