শিল্পী ইলিয়াস খান ও শিল্পী শক্তি পদ হালদার-এর শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন।

ঢাকা, ১৯ আগস্ট ২০১৭। বিকেল ৫ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে উদ্বোধন হলো শিল্পী ইলিয়াস খান ও শিল্পী শক্তি পদ হালদার-এর শিল্পকর্ম প্রদর্শনীর। উদ্বোধন করেন বরেণ্য শিল্পী হাশেম খান। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী ও বিশিষ্ট কবি আজিজুর রহমান আজিজ। এছাড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিল্পী ইলিয়াস খান ও শিল্পী শক্তি পদ হালদার। প্রদর্শনীর উদ্বোধক শিল্পী হাশেম খান বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া এই দুই শিল্পী, যাঁরা আমার সরাসরি ছাত্র, তাঁদের আজকের শিল্পকর্মগুলো বাংলাদেশের চিত্রকলাতে নতুন মাত্রা যুক্ত করলো। মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরে কর্মরত এই দুই শিল্পীর শিল্পকর্মে মেধা ও মননের সংযোগ ঘটেছে। দু’জনেরই বিমূর্ত চিত্রকর্মগুলো দর্শকদের মধ্যে প্রাণ সঞ্চার করবে। পাঁচদিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ২৩ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত দর্শকদের জন্য প্রদর্শনী খোলা থাকবে।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd