ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক সন্ধ্যায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংগীত পরিবেশন করেন শিল্পী তানজীনা তমা। বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত একক পরিবেশনায় উপস্থিত শ্রোতামণ্ডলী বিমোহিত হয়ে উপভোগ করেন।
গান শিখেছেন স্বনামধন্য সংগীত প্রতিষ্ঠান ছায়ানটে। তাঁর সংগীত গুরু প্রয়াত ওয়াহেদুল হক এবং ড. সানজিদা খাতুন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সিনিয়র শিল্পী। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে তিনি নিয়মিত সংগীত পরিবেশন করেন। সংগীতের পাশাপাশি অভিনয় শিল্পী হিসেবেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সাধনা প্রযোজিত মায়ার খেলা নৃত্যনাট্যে প্রমোদা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত বাল্মিকী প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে রবীন্দ্রনাথ শীর্ষক প্রামাণ্যচিত্রে এবং Timeless Gitanjali প্রামাণ্যচিত্রে কণ্ঠ দিয়েছেন। ছায়ানট প্রযোজিত হাজার কাঁথা গীতিনৃত্যনাট্যে অংশগ্রহণ করেছেন। কলকাতা, দিল্লী, ভুবেনেশ্বর, ত্রিপুরা এবং বাংলাদেশে বিভিন্ন মঞ্চে সংগীত পরিবেশন করে শ্রোতাদের হৃদয় জয় করেছেন।
ইতোমধ্যে শিল্পী তানজীনা তমা’র অনেকগুলো সিডি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ও ভারত থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য মধু যামিনী, জীবন-কথা, খুঁজে বেড়াই, তুমি ও আমি, তোমার সঙ্গে উল্লেখযোগ্য। শিল্পী তানজিনা তমা কণ্ঠ ও অভিনয় শিল্পীর পাশাপাশি একজন সফল সংগঠক, বাংলাদেশ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ,বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার তিনি সক্রিয় সদস্য। এসএটিভির সকালে সরাসরি প্রচারিত রবির আবির নিয়মিত অনুষ্ঠানের তিনি উপস্থাপক। রবীন্দ্র সংগীতের প্রতি তাঁর বিশেষ অনুরাগ এবং বিশেষ গায়কী ঢং তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।