ঢাকা, ৯ অক্টোবর ২০১৭। যুক্তরাষ্ট্রের নাগরিক Cornelia বন্ধুদের কাছে Candy নামে পরিচিত। ১২ নভেম্বর ১৯৭০-এ যখন ভোলায় স্মরণকালের ভয়ঙ্কর সাইক্লোন হয় সে সময় Cornelia এবং তাঁর স্বামী ঢাকায় থাকতেন। গবেষণা করতেন কলেরা নিয়ে। ভোলায় বন্ধুদের সাথে Help (Haliya Emergency Lifesaving project) গঠন করে সাইক্লোন-দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ান। ১৯৭০ সালে বঙ্গবন্ধু যখন নির্বাচিত হন এবং ভবিষ্যত প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় পশ্চিম পাকিস্তানের শাসকদের ষড়যন্ত্র সবাই পর্যবেক্ষণ করেছেন গভীর ভাবে। সর্বোপরি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দেখেছেন খুব কাছ থেকে, বন্ধুদের থেকেও নানা তথ্য নিয়েই তিনি লেখালেখি করেছেন। প্রকাশ করেছেন গ্রন্থ। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সাহিত্য প্রকাশ বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে Cornelia Rohde প্রণীত Catalyst: In the wake of Great Bhola Cyclone গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মাননীয় উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধের সপক্ষে সংহতি আন্দোলনের কর্মী ডা. জন রোহড এবং একাত্তরের শরণার্থী-ত্রাণ সংগঠক জুলিয়া ফ্রান্সিস।
বক্তাগণ ১৯৭০ এর সাইক্লোনকে এযাবৎকালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় এবং ৭১ এর পাকিস্থানী বাহিনীর হত্যাযজ্ঞকে মানবিক বিপর্যয়ের অন্যতম হত্যাযজ্ঞ বলে উল্লেখ করে বলেন, গ্রন্থটি উল্লেখযোগ্য দলিল হিসেবে বিবেচিত হতে পারে।