আজ কথাশিল্পী শওকত ওসমানের স্মৃতি-নিদর্শন বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করেন শওকত ওসমানের পুত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। জাদুঘরের পক্ষে স্মৃতি-নিদর্শন গ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।
স্মৃতি-নিদর্শন জাদুঘরে হস্তান্তর করে স্থপতি ইয়াফেস ওসমান বলেন, শওকত ওসমান শুধু আমাদের পরিবারের একজন নন, তিনি সমগ্র বাঙালি জাতির কৃতি সন্তান। এজন্য শওকত ওসমানের স্মৃতি-নিদর্শন জাদুঘরে রাখাই উত্তম।
স্মৃতি-নিদর্শনের মধ্যে রয়েছে : |
||
ক্রমিক | স্মৃতি-নির্দনের নাম | পরিমান |
১ | পাণ্ডুলিপি (কণভস্ম) | ১ (এক) টি |
২ | বই | ৯ (নয়) টি |
৩ | ব্লেজার | ২ (দুই) টি |
৪ | কোটি | ২ (দুই) টি |
৫ | নাইট ড্রেস | ১ (এক) টি |
৬ | ওভার কোট | ১ (এক) টি |
৭ | পায়জামা | ১ (এক) টি |
৮ | পাঞ্জাবি | ১ (এক) টি |
৯ | পদক | ১ (এক) টি |
১০ | চশমা | ১ (এক) টি |
১১ | চিঠি | ৬ (ছয়) টি |
১২ | পোস্ট কার্ড | ৩ (তিন) টি |
১৩ | ফিলিপস পুরস্কারের সনদ (১৯৯০) | ১ (এক) টি |
১৪ | হাসপাতালের ভর্তির মানি রিসিট | ১ (এক) টি |
১৫ | ফতুয়া | ১ (এক) টি |
স্মৃতি-নিদর্শন গ্রহণ করে জনাব আসাদুজ্জামান নূর এমপি বলেন, জাতীয় জাদুঘর প্রত্নসম্পদের বিশাল সংগ্রহ ভান্ডার গড়ে তুললেও সাহিত্য উপাদান সংগ্রহে পিছিয়ে আছে। শওকতম ওসমানের স্মৃতি-নিদর্শন হস্তান্তরের মাধ্যমে সাহিত্য উপাদান হস্তান্তর বিষয়ে অনেকেই উপকৃত হবে এবং সাহিত্যিকদের জীবন ও কর্ম সম্পর্কে আরো বেশি করে জানার সুযোগ তৈরি হবে।