ঢাকা, ২৫ অক্টোবর ২০১৭। বৃটিশ ভারতের গণমানুষের নেতা ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিকেল ৩টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির হোসেন আমু এমপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
স্বাগত ভাষণে জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী বলেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প-সংস্কৃতির অঙ্গনে যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন তাদের অবদান আমাদের জানতে হবে, বিশেষ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
প্রধান অতিথি শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন উপ-মহাদেশের আপোষহীন নেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং দৃঢ় মনোবল বাঙালিদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। অবহেলিত বাঙালি সমাজকে নেতৃত্ব দানে অনুপ্রাণিত করেছে। শেরেবাংলা এ কে ফজলুল হকের আদর্শ অনুসরণ করার জন্য আগামী প্রজন্মের প্রতি তিনি আহবান জানান।
ফজলুল হকের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে জনাব সাইফুল আলম বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক কৃষকদের ভূমির খাজনা বৃদ্ধি রহিত করে তিনি অবিভক্ত ভারতের জনমানুষের নেতায় পরিণত হয়েছিলেন।
সভাপতির ভাষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেই তিনি গণমানুষের নেতায় পরিণত হয়েছেন।