ঢাকা, ১০ নভেম্বর ২০১৭। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিকেল ৪ টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি। হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বরেণ্য সংগীত শিল্পী জনাব বারী সিদ্দিকী। অন্য প্রকাশের প্রধান নির্বাহী জনাব মাজহারুল ইসলাম। বিশিষ্ট অভিনেত্রী জনাব মেহের আফরোজ শাওন, বিশিষ্ট অভিনেতা জনাব মাহফুজ আহমেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব মাসুদ সিদ্দিকী। সভাপতিত্ব করেন বাংলাদেশ কর্ম কমিশনের সম্মানিত চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী।
প্রধান অতিথির ভাষণে মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি বলেন, হুমায়ূন আহমেদ ৩০ বছর একটানা শাসন করেছেন তাঁর সাহিত্য রচনা দিয়ে। হিমু, রূপা, মিছির আলী শুভর মত অসংখ্য চরিত্র হুমায়ূন আহমেদ সৃষ্টি করে বাংলা সাহিত্যকে এক বিশেষ স্থানে উপনীত করেছেন। বিশেষ করে ‘জ্যোৎস্না ও জননী’র মতো উপন্যাস মুক্তিযুদ্ধের অনন্য দলিল হিসেবে বিবেচিত হতে পারে।
আলোচকগণ হুমায়ূন আহমেদের ব্যক্তিজীবনের নানা স্মৃতি তুলে ধরে বলেন, হুমায়ূন আহমেদ শুধু একজন বড় মাপের সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন বিশাল হৃদয়ের একজন মানুষ, বাঙালি জাতিসত্তার নিবিড় মানুষ।