ঢাকা, ২৯ ডিসেম্বর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৭ টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে কথা ও সুরের আমন্ত্রণে গান ও কবিতার যুগলবন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ড. শাহাদাৎ হোসেন নিপু এবং সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অনিমা রায় । মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে এবং বিজয়ের আনন্দকে গৌরবান্বিত করে ড. শাহাদাৎ হোসেন নিপু আবৃত্তি করেন মহান মুক্তিযুদ্ধ, বিজয় ও স্বাধীনতার কবিতা এবং শিল্পী অনিমা রায় রবীন্দ্রনাথের স্বদেশ চেতনামূলক গান পরিবেশন করেন । অনুষ্ঠানে উপস্থিত শ্রোতামণ্ডলী শিল্পীদ্বয়ের পরিবেশনা বিমোহিত হয়ে উপভোগ করেন ।