ঢাকা, ০২ জানুয়ারি ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশের খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী রাহাত আরা গীতি'র একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়।
রাহাত আরা গীতি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছেন যে পরিবারের রক্তে রয়েছে সুরের টান। সংগীত-ঐতিহ্যবাহী এই পরিবারে ছোটবেলা থেকেই তিনি পেয়েছেন সংগীত শিক্ষার উপযোগী পরিবেশ। তাঁর পিতা সোহরাব হোসেন দেশবরেণ্য নজরুল সংগীতশিল্পী এবং সুরকার। বোন রওশন আরা সোমাও একজন প্রখ্যাত সংগীতশিল্পী।
রাহাত আরা গীতি ১০ বছর বয়স থেকেই পিতা সোহরাব হোসেনের কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নিতে শুরু করেন। পরবর্তীতে তিনি নারায়ণ চন্দ্র বসাক ও এম. এ. মান্নান-এর কাছে সংগীত শিক্ষা লাভ করেন। তিনি ছায়ানটের নজরুলসংগীত বিভাগ থেকেও পাঁচ বছরের কোর্স সমাপ্ত করেন। নজরুল ইনস্টিটিউটে তিনি সোহরাব হোসেন এবং সুধীন দাস-এর মত প্রবীণ নজরুলসংগীত শিল্পী’র কাছে তালিম নেন।
রাহাত আরা গীতি বর্তমানে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী। ২০০৩ সালে নজরুলের গান নিয়ে তাঁর প্রথম অ্যালবাম ‘একাদশীর চাঁদ’ প্রকাশিত হয়। পিতা সোহরাব হোসেনের সুর করা গান নিয়ে বোন রওশন আরা সোমার সাথে যৌথভাবে একটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। শিল্পী রাহাত আরা গীতি বেশকিছু গান পরিবেশন করেন। তার মধ্যে ছিলো ঝরাফুল, কার নিকুঞ্জে, স্বপ্নে দেখি, বাগিচায় বুলবুলি তুই, মেঘ বরণ কন্যা থাকে, আকাশে হেলান দিয়ে এবং বলে ছিলে তুমি । অনুষ্ঠানে আগত সকল দর্শক বিমুগ্ধ হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।