ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০১৮। বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ইরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকাস্থ ইরানী দূতাবাস সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে সেমিনার আয়োজন করে ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক এমপি। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনির্ভাসিটি ইন্টারন্যাশনাল এর ভাইস চ্যানসেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটির সাবেক অধ্যাপক ও বিশিষ্ট নাট্যজন ড. এনামুল হক । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. মুহাম্মদ সিদ্দিকুর রহমান খান । সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী ।
সেমিনারে আলোচকবৃন্দ ইরানের গৌরবময় বিপ্লবের ইতিহাস এবং উন্নয়নের বর্তমান চিত্র তুলে ধরেন । আলোচনা শেষে সপ্তাহব্যাপী ইরানী চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের বিখ্যাত চলচ্চিত্র ‘বডিগার্ড’ প্রদর্শন করা হয় ।