ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাউল সংগীত শিল্পী টুনটুন বাউল-এর একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয় ।
টুনটুন বাউল এদেশের একজন প্রতিভাবান বাউল শিল্পী । তাঁর জন্ম ১৯৪৮ সালে পশ্চিম বাংলার ভীরভূম জেলায় । দেশভাগের পর পিতা মরহুম আবদুস সাত্তার, মাতা জোহরা বেগমের সাথে ১৯৬৪ সালে চলে আসেন বাংলাদেশের কুষ্টিয়া জেলায় ।
বর্তমানে তিনি বাংলাদেশের বাউল সংগীতের একজন পরিচিত শিল্পী । ইতোমধ্যে তাঁর বারটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে । বাংলাদেশের বাইরে ভারত, নেপাল, চীন এবং বেলজিয়ামে সংগীত পরিবেশন করেছেন । আধ্যাত্মিক ঘরণার এই শিল্পীর অনেক ভক্ত-শ্রোতা রয়েছে ।
এরপর শিল্পী টুনটুন বাউল বাউল গানের মাধ্যমে তাঁর সংগীত পরিবেশনা শুরু করেন এবং তাঁর বিখ্যাত বাউল সংগীত পরিবেশনার মাধ্যমে শ্রোতামণ্ডলীকে মোহিত করে রাখেন। বিশেষ করে লালন সাঁইয়ের গান করে দর্শকদের বিমোহিত করেন । তাঁর গাওয়া কয়েকটি গানের মধ্যে রয়েছে, যেখানে তোর বারাম খানা, খাঁচার ভিতর অচিন পাখি, গুরু সুভাব দাও আমার মনে সহ অনেক গান ইত্যাদি ।