ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পী জোসেফ কমল রড্রিক্স-এর একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয় । অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে ফুল দিয়ে স্বাগত জানান এবং স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার ড. শিহাব শাহরিয়ার । এরপর শিল্পী জোসেফ কমল রড্রিক্স গানের মাধ্যমে তাঁর সংগীত পরিবেশনা শুরু করেন এবং তাঁর বিখ্যাত নজরুল সংগীত পরিবেশনার মাধ্যমে শ্রোতামণ্ডলীকে মোহিত করে রাখে।
জোসেফ কমল রড্রিক্স একজন বহুমাত্রিক শিল্পীর নাম। তাঁর পিতা মৃত পল রড্রিক্স, মাতা: মৃত প্রিসিলা রড্রিক্স । ১৯৫২ সালে ১২ আগস্ট সূত্রাপুরের কালীগঞ্জে জন্ম । বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। শিল্পী জোসেফ কমল রড্রিক্স ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং ২ সন্তানের জনক। ৩য় শ্রেণিতে পড়া অবস্থায় উৎসাহ ও অনুপ্রেরণায় সঙ্গীত জীবনে পা রাখেন। স্কুলজীবনে বুলবুল ললিতকলা একাডেমিতে পদ্ধতিগত শিক্ষা শুরু। ওস্তাদ পিসি গোমেজের কাছে ব্যক্তিগতভাবে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। এ সময় শ্রদ্ধাভাজন নিলুফার ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন এবং আরো অনেক ওস্তাদের কাছে গান শেখেন। পরবর্তীতে কলেজ অব মিউজিক এ সাটিফিকেট কোর্সে ভর্তি হন এবং শ্রদ্ধেয় ফজলে নিজামির কাছে রবীন্দ্রসঙ্গীত ও ওস্তাদ মনজুর হোসেনের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। ছায়ানটে ৫ বছর রবীন্দ্র, নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষাগ্রহণ করেন। এ সময় শ্রদ্ধেয় ওস্তাদ নারায়ণ বসাক, শ্রদ্ধেয় সোহরাব হোসেন, শ্রদ্ধেয় লুৎফর রহমান, শ্রদ্ধেয় মাহমুদুর রহমান, শ্রদ্ধেয়া সানজিদা খাতুন, শ্রদ্ধেয় জাহিদুর রহমান প্রমুখ এর কাছে গান শেখেন। সঙ্গীত পরিবেশনা : শিল্পী রড্রিক্স ১৯৭০ সাল থেকে বাংলাদেশ বেতারে এবং ১৯৭২ থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গান করেন। এছাড়াও প্রায় সবগুলো টিভি চ্যানেলে নজরুল, উচ্চাঙ্গ ও আধুনিক গান করেন। সঙ্গীত পরিচালক হিসাবে বাংলাদেশ টেলিভিশনে তিনি তালিকাভূক্ত। বিভিন্ন ধরনের গান পরিবেশন করলেও নিজেকে নজরুলসঙ্গীত শিল্পী হিসেবে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বর্তমানে নজরুলসঙ্গীত শিল্পী সংস্থার সহসভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। ঢাকা থিয়েটারের ফাউন্ডার মেম্বার, মিউজিক ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। বিদেশেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে লন্ডন অডিও-ভিজুয়াল এবং আমেরিকা ক্রিশ্চিয়ান লিডারশীপ এর উপর প্রশিক্ষণ অন্যতম।