ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাউল সংগীতশিল্পী সেলিনা আক্তার লিপি-এর একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয় । শিল্পী সেলিনা আক্তার লিপি দেশাত্ববোধক গানের মাধ্যমে তাঁর সংগীত পরিবেশনা শুরু করেন এবং বিভিন্ন রকমের ভাওয়াইয়া সংগীত পরিবেশনার মাধ্যমে শ্রোতামণ্ডলীকে মোহিত করেন।
শিল্পী সেলিনা আক্তার লিপি (লিপি সরকার) এদেশের একজন প্রতিভাবান ভাওয়াইয়া শিল্পী । লিপি সরকারের সংগীত জীবন শুরু হয় ৫/৬ বছর বয়সে। সুদীর্ঘ ২৫ বছর ধরে আঞ্চলিক ভাওয়াইয়া সংগীত ছাড়াও আধুনিক, দেশাত্ববোধক, নজরুলসংগীত এবং বিচ্ছেদের সংগীতে প্রায় সকল বিভাগেই পথচারণা । নিজ এলাকা রংপুর ছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী মেলায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি ভাওয়াইয়া শিল্পীদের মধ্যে একজন পরিচিত শিল্পী ।