Welcome to Bangladesh National Museum

Bangladesh National Museum, formally inaugurated on 17 November 1983, is one of the largest museums in South Asia.BNMVT Dhaka Museum, formally inaugurated on 7 August 1913, was its forerunner. Bangladesh National Museum is devoted to archaeology, classical, decorative and contemporary art, history, natural history, ethnography and world civilization. Bangladesh National Museum has splendid collections which range in date from prehistory to the present time. Both in number and uniqueness, the Museum is extremely rich in stone, metal and wooden sculptures, in gold, silver and copper coins, in stone inscriptions and copperplates and in terracottas and other artifacts of archaeological interest.

The Museum has one of the largest collections of arms and armour in the Indian subcontinent. Quite fascinating are its collections of decorative art, especially of woodwork, metalwork and embroidered quilts. It has items of natural history and ethnographic interest. The Museum is noted for its collection of Shilpacharya Zainul Abedin and works of other contemporary artists. The Museum also illustrates the freedom struggle culminating in the liberation of Bangladesh.

জরুরী
বিজ্ঞপ্তি
কেনা-কাটা
দরপত্র
মিলনায়তন
ভাড়া
নিয়োগ
বিজ্ঞপ্তি
চাকুরির
আবেদন ছক
BNM
Today
ইনোভেশন
কর্নার
Student
Visit Form
Interview
Card
Right to
Information
 
National
Integrity
 
JDS
 

An image of Syama (green) Tara

Name of Object: An image of Syama (green) Tara. Materials of the Object: Black stone. Height/Length: Sat-Wed: 121.92 cm. Width: 63.5 cm. Incriptions/Markings: There is a short inscription in the script of the 12th century A. D. at the base: Kayastha Sri Sanghesa-gu (pta)… (The Scribe Sanghesa-gupta). Recieved From: Babu Asutosa Guha, B. E. and others of the Guha family of Sompada. Short Description: Syama Tara, a Buddhist goddess, sits with the right leg pendant. She has two hands. The right hand is...


More Info.

An image of the Dhyani Buddha

Name of Object: An image of the Dhyani Buddha. Materials of the Object: Black stone. Height/Length: 101.6 cm. Width: 53.34 cm. Incriptions/Markings: The image has a short inscription on the pedestal. Recieved From: Government of Bengal. Short Description: The Dhyani Budha is seated in the bhumisparsha mudra on a full-blown lotus in the adamantine pose (vajrasana). A folded urna appears on his left shoulder. The lobes of his ears almost touch the necks. The Dhyani Buddha is flanked on either side by two...


More Info.

Part of a terracotta plaque

Name of Object: Part of a terracotta plaque. Materials of the Object: Terracotta. Short Description: Part of a terracotta plaque, showing in relief adorned elephants and a heavily ornamented female attendant who holds a fly-whisk in her right hand.


More Info.

Harvesting

Accession No: 00003. Date of Acquisition: 2009. Name of the object: Harvesting. Materials of the object: Oil in jute mat. Height/Length: 117 cm. Width: 90 cm. Recieved From: Syed Shabbir Ahmed. Short Description: The painting depicts a scene of harvesting, a feature of the agricultural community.


More Info.

Family

Accession No: 00097. Date of Acquisition: 24-07-2001 Name of the object: Family. Materials of the object: White cement. Height/Length: 104 cm. Width: 53 cm. Recieved From Mayamuna Khatun 149/1 Manipurpara, Farmgate, Dhaka Short Description: The sculpture highlights the importance of families involved in cultivation. Depicting a cultivating family in association with the cow, the sculptor has created a fascinating scene of vivacious co-existence.


More Info.

Three Daughters

Accession No: 01611 Date of Acquisition: 1983 Name of the object: Three Daughters Materials of the object: Oil in canvas Height/Length: 106.68 cm Width: 76.2 cm Short Description The painting depicts a typical scene of rural life in Bangladesh, showing three daughters fetching water from a pond. Instead of describing them as three women, the painter prefers to call them three daughters. From the painter's lively depiction they seem to be unmarried. Bringing water from nearby ponds is a daily activity of rural...


More Info.

Famine Sketch

Accession No: 00245. Date of Acquisition: 1984. Name of the object: Famine Sketch. Materials of the object: Black ink. Height/Length: 56 cm. Width: 45.7 cm. Maker: Shilpacharya Zainul Abedin. Short Description: The painting depicts the human struggle for survival during the famine of 1943. The painter has created a vivid scene of this struggle in which a man and a crow are seen to be equally involved in the relentless effort to procure food from a dustbin.


More Info.

Umbrella

Accession No: 1963.2497 Date of Acquisition: 01-04-1963 Name of Object: Umbrella Materials of the Object: Velvet, golden thread, and pink pearls Diameter: 61 inches File No. : 21/1960-64 Recieved From: Dr. Benoy Lal Dhar 76 Tantibazar, Dhaka Short Description: This umbrella, manufactured in Dhaka at the end of the 18th century, is a ceremonial one. It has ten triangular divisions, each of which is profusely decorated with a dragon-motif embroidered in golden thread on a purple velvet ground. Moreover, it is heavily studded with famous pink...


More Info.

Ivory elephant

Accession No: 1963.1364 Date of Acquisition: 04-02-1963 Name of Object: Ivory elephant Materials of the Object: Ivory Height/Length: 8 11/16 inches Short Description: An ivory elephant, superbly carved in the round and richly caparisoned, stands on a four-legged pedestal. A haudah with two compartments is fixed on the elephant’s back. In each compartment is seated a rider. The rider in the front compartment is bejeweled. The mahout (the driver of the elephant) is seen seated under a canopy which projects outward...


More Info.

Bedstead

Accession No 1978.200 Place of origin Lohagada, Jessore Name of Object Bedstead Materials of the Object Teak Short Description The bedstead is profusely carved, standing on four fairy-shaped legs. Each leg’s toes resemble the tiger’s paw. Above each paw is a circular pedestal upon which stands a fairy holding a rose in her left hand. The fairy’s hair is curling, and she is dressed in the European style. The fairy’s wings are notched like the bird’s feather. The bedstead...


More Info.
0123456789

Notice Board

নোটিশ

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
পবিত্র ঈদ-উল-আযহা ২০১৮ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী, অটিস্টিক, সিনিয়র সিটিজেন ও সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের সৌজন্য প্রবেশপত্রে জাদুঘর পরিদর্শনের নিমিত্ত ঈদের পরের দিন বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রাধীন শাখা জাদুঘরসমূহ বিকাল ৩.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত খোলা থাকবে....(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
 
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকিতে জাতীয় শোকদিবস পালন উপলক্ষ্যে শিশু-কিশোর ও অটিস্টিক শিশুদের সৈজন্য প্রবেশপত্রে জাদুঘর পরিদর্শনের নিমিত্ত আগামী ১৫ আগস্ট ২০১৮ তারিখ বাংলাদেশ জাতীয় জাদুঘরে এবং এর নিয়ন্ত্রাধীন শাখা জাদুঘরসমূহ সকাল ১০.৩০ থেকে বিকাল ০৫.৩০ পর্যন্ত খোলা থাকবে....(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
 
বাংলাদেশ জাতীয় জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩ তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোকদিবস ২০১৮ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজন করেছে বঙ্গবন্ধু বিষয়ক সেমিনার, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ, জাদুঘরে সংগৃহীত বঙ্গবন্ধুর স্মৃতি-নিদর্শন ও গ্রন্থ এবং আলোচিত্রের মাসব্যাপী প্রদর্শনী....(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
 
 
 
 
পবিত্র ঈদ-উল-ফিতর ২০১৮ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত শিশু-কিশোর এবং সিনিয়র সিটিজেনগন সৌজন্য প্রবেশপত্রের মাধ্যমে জাদুঘর পরিদর্শনের নিমিত্ত ঈদের পরের দিন বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রাধীন শাখা জাদুঘরসমূহ বিকাল ৩.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত খোলা থাকবে। ঈদের পরের দ্বিতীয় দিন জাদুঘরের স্বাভাবিক কর্মদিবস বিধায় সকাল ১০.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত খোলা থাকবে....(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
 
 
রমজান মাসের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা; জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম; ওসমানী জাদুঘর, সিলেট; শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ, স্বাধীনতা জাদুঘর, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা, পল্লীকবি জসীম উদদীন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র, ফরিদপুর এবং সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর, কুষ্টিয়া এর রমজান মাসের সময়সূচি....(জানতে ক্লিক করুন)।
 
 
 
 
 
 
= আগামী ২৬ মার্চ ২০১৮ তারিখ (সরকারি ছুটির দিন) সকাল ১১-০০টা থেকে সন্ধ্যা ৭-০০টা পর্যন্ত শিশু-কিশোর, শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী এবং সিনিয়র সিটিজেনগন সৌজন্য প্রবেশপত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রাধীন শাখা জাদুঘরের গ্যালারিসমূহ পরিদর্শন করতে পারবেন....(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ইদের পরে ২ দিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার শাহবাগস্থ জাতীয় জাদুঘর ও সদরঘাটস্থ আহসান মঞ্জিল জাদুঘর, সিলেটে অবস্থিত ওসমানী জাদুঘর, চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর, ময়মনসিংহে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা এবং ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে....(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
 
 
 
 
 
= আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে আগামী ১৯ মে ২০১৭ তারিখ শুক্রবার (সাপ্তাহিক ছুটির দিন) সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিসমূহ সর্বসাধারনের জন্য খোলা থাকবে। সাধারণ দর্শনার্থীগণ যথারীতি টিকিটের বিনিময়ে গ্যালারি পরিদর্শন করতে পারবেন।
 
 
 
 
 
 
 
 
 

বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘সংগীত শিক্ষা প্রসারে ওস্তাদ মুন্শী রইস উদ্দীন’ শীর্ষক সেমিনার।

ঢাকা, ২ ডিসেম্বর ২০১৮। উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ মুন্‌শী রইস উদ্দীন স্মরণে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংগীত শিক্ষা প্রসারে ওস্তাদ মুন্‌শী রইস উদ্দীন শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লোক সংগীতশিল্পী ও গবেষক অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সঙ্গীত গবেষক ড. জেসমিন বুলি। আলোচক হিসেবে উপস্থিত থাকেন ওস্তাদ মুন্‌শী রইস উদ্দীনের পুত্র জনাব এ এফ এম আসাদুজ্জামান এবং উদীচীর সহসভাপতি ও বিশিষ্ট গণসংগীত শিল্পী জনাব মাহমুদ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য সংগীতজ্ঞ আজাদ রহমান।

স্বাগত ভাষণে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ বলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ১৪জন বিশিষ্ট ব্যক্তির জন্ম/মৃত্যু বার্ষিকী পালনের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরকে নির্দেশনা দিয়েছেন। এই ১৪টি সেমিনারের মধ্যে ওস্তাদ মুন্‌শী রইস উদ্দীনের অনুষ্ঠান অন্যতম। এর আগে ওস্তাদ মুন্‌শী রইস উদ্দীনকে নিয়ে কোনো সেমিনারের আয়োজন করা হয়নি। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবারই প্রথম সেমিনারের আয়োজন করেছে। আগামীতে আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠানের আয়োজন করার কথা ব্যক্ত করেন।

 

মূল প্রবন্ধ উপস্থাপনে ড. জেসমিন বুলি, ওস্তাদ মুন্‌শী রইস উদ্দীনের জীবনের বিভিন্ন দিক নিপুণভাবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সংগীতের ইতিহাসে ক্ষণজন্মা যে কজন সংগীত সাধকের জন্ম হয়েছিল তাঁদের মধ্যে মুন্‌শী রইস উদ্দীন অন্যতম। ১৯০১ সালের ১০ই জানুয়ারি তৎকালীন বৃহত্তর যশোর জেলার বর্তমান মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। পিতার ধ্রুপদী ও টপ্পাচর্চার কথা শুনে শুনেই নিজেকে প্রস্তুত করতে শুরু করেন ভবিষ্যৎ জীবনের ধ্রুপদী সংগীতের এক অনুরাগী হিসেবে। এই শিল্পের প্রতি অমোঘ ভালোবাসায় পরবর্তীতে মাগুরা, নড়াইল ও খুলনাতেও সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৩৮ সালে ছদ্মনামে আর মুন্সি অর্থাৎ রবীন মুন্সি নামে কলকাতা বেতারে সংগীত পরিবেশন করেন। এছাড়া মুন্সি রইস উদ্দিন উত্তরসুরীদের জন্য ‘আলম পিয়া’ ছদ্ম নামে অসংখ্য রাগভিত্তিক গান সৃষ্টি করেছেন। বেশ কিছু বাণীপ্রধান গান সুর করেছেন, স্বরলিপিও ছেপেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।

আলোচনায় এ এফ এম আসাদুজ্জামান বলেন, উচ্চাঙ্গ সংগীতের ইতিহাস অধ্যয়ন ও ক্রমবিকাশের পটভূমি রচনায় তাঁর অবদান অনস্বীকার্য। ‘সরল সঙ্গীতসার’ নামে সংগীতগ্রন্থের একটি পান্ডুলিপি প্রণয়ন করেন। সংগীতশিক্ষা পদ্ধতি নামে আরেকটি গ্রন্থের পাণ্ডুলিপি ও পদ্মাবতী নামে একটি ‘রাগ’ও সৃষ্টি করেন। এই খ্যাতিমান সংগীতজ্ঞ অভিনব শতরাগসহ প্রায় সহস্র গীত বন্দেশ রচনা করেছেন।

আলোচক জনাব মাহমুদ সেলিম বলেন, তিনি সরল সংগীতসার নামে সংগীতগ্রন্থের একটি পাণ্ডুলিপি প্রণয়ন করেন। তাঁর রচিত শতাধিক রাগে তিনি নিজেই বাংলা বন্দেশ রচনা করেছেন। ‘শতাধিক রাগ নয়, বেশ কয়েকটি তালও সৃষ্টি করেছেন।

প্রধান অতিথির ভাষণে জনাব মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সংগীতের ইতিহাসে যে কতিপয় ক্ষণজন্মা পুরুষের নাম নিয়ে গর্ব করা যায় তাদের মধ্যে ওস্তাদ মুনশি রইস উদ্দিন প্রথম সারির এক ব্যক্তিত্ব। সংগীতের ভূবনে অনন্য সৃজনশীলতার সুদীর্ঘ পথ ধরে এই ব্যক্তিত্বের আগমন ঘটে। তাঁর সৃষ্ট কর্ম সংগীত শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

বিশেষ অতিথির ভাষণে অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি ঢাকা বেতারে যোগ দেন। ১৯৫৫ সালে তিনি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান বুলবুল ললিতকলা একাডেমির শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে দীর্ঘ দিন এখানকার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ে সংগীত শিক্ষার জন্য ১৯৬০ সালে তাঁর রচিত ‘প্রবেশিকা সংগীত শিক্ষা পদ্ধতি’ গ্রন্থটি টেক্সট বুক বোর্ড কর্তৃক অনুমোদিত ও প্রকাশিত হয়।

সভাপতিত্ব বরেণ্য সংগীতজ্ঞ আজাদ রহমান বলেন, তিনি স্মরণযোগ্য সুরের ভুবন সৃষ্টিসহ সংগীত জগতের এ গুণী বরেণ্য পুরুষ অসংখ্য শিষ্য ও সংগীতশিল্পী সৃষ্টি করে গেছেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনার অধিকারী মুন্‌সী রইচ উদ্দিন সংগীতের প্রতি যেমন ছিলেন অনুরক্ত তদ্রূপ ইসলামিক অনুশাসনের জীবনযাপনে পরিপূর্ণ আন্তরিক ও অভ্যস্ত। তার কর্মের মাধ্যমেই তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd